আজ [bangla_date], [english_date]

অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকরের ৪ সাংবাদিকের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানীর মামলা করেছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ। মামলার আসামীরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মোঃ আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ সাহাউর রহমান বেলাল। গত ১৪ সেপ্টেম্বরের হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করা হয়। মামলা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সংবাদ প্রকাশ করে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানী হয়েছে বলে উল্লেখ করেন। অভিযোগ রয়েছে নাহিদ কটন মিলে চাঁদাবাজী করতে যেয়ে জেলও খাটেন তিনি। যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী লিয়াকতকে পালিয়ে যেতে সহযোগিতাও করেন দল বদল করা এক সময়ের বিএনপির দাপট দেখানো চেয়ারম্যান শাহাব উদ্দীন আহমেদ ঝাড়ু। তার বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এবার চার সাংবাদিকের নামে ২০ কোটি টাকার মানহানি মামলা করলেন এই ইউপি চেয়ারম্যান। মামলার স্বাক্ষী ব্রাহ্মণডুরা ইউপি মেম্বার কামাল মিয়া ও গণমাধ্যমকর্মী আব্দুল মালেক চৌধুরী জানান, আমরা মামলার বিষয়ে কিছুই জানিনা, কেন স্বাক্ষী রেখেছেন তাও জানি না। এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ। তিনি বলেন, দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে, মামলা দায়েরের ঘটনায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page