আজ [bangla_date], [english_date]

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ উপ-নির্বাচন উপহার দেওয়া হবে : ইসি

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরি (অব) বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আশাবাদী আগামী ১৭ অক্টোবর অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ উপ-নির্বাচন উপহার দেওয়া হবে। ভোটের আগে, ভোটের দিন ও ভোট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। এছাড়া কোভিড-১৯ এর কারণে নির্বাচনের দিনে চিকিৎসদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, ইতোপূর্বে অন্যান্য এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণে ফলপ্রসুভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছি। এখানেও ভোট গ্রহণের পূর্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা প্রশিক্ষণ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইভিএম ভোট দেওয়া খুবই সহজ। নির্বাচন কমিশনার আরো বলেন, অত্যান্ত সৌহার্দপূর্ণ মনোভাব নিয়ে ও আইনকানুন মেনে প্রার্থীরা প্রতিযোগিতা করছেন। প্রার্থীদের মধ্যে কোনও ধরনের হিংসা দ্বিদেশ পরিলক্ষিত দেখা যায়নি। কোনও ধরনের অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না বলে প্রার্থীরা জানিয়েছেন। এছাড়া পোস্টার ও তোরণ নির্মাণে যে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে প্রার্থীরা সেগুলো নিজ দায়িত্বে আগামী শনিবারের মধ্যে অপসারণ করবেন। তা না হলে প্রশাসন সেগুলো অপসারণ করবে। এসময় অতিরিক্ত সচিব অশোক কুমার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা সির্ভিল সার্জন এবিএম ডা. আবু হানিফ, জেলা নির্বাচন ও রিটার্নি কর্মকর্তা মাহমুদ হাসান, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সানাউল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, বিএনপি’র শেখ রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পাটির ইন্তেখাব আলম রুবেলসহ অন্যারা উপস্থিত ছিলেন। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page