October 20, 2020, 11:36 am

অনলাইনে এনআইডির ছবি পরিবর্তন

ডেস্ক সংবাদ: জাতীয় পরিচয়পত্র বা এনআইডি করা হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তখন যেসব ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলো অনেকের বর্তমান ছবির সঙ্গে মেলে না। আবার অনেকের ছবি বেশ অসুন্দর। ফলে অসুন্দর বা পুরনো ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি ওয়েবসাইট থেকে অনলাইনে করা হয়। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরনো তথ্য হালনাগাদ করা যায়।

জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা তথ্য হালনাগাদ করার জন্য প্রথেমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এই ওয়েবসাইটে প্রবেশের সময় https ফরম্যাটের কারণে অনেক ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে।  সেক্ষেত্রে ‘I Understand the Risks’ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ‘Add Exception’ এবং পরে ‘Confirm Security Exception’ ক্লিক করলে সাইট ওপেন হবে।

এবার প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগ ইন করুন।

রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে:

১.প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা।

২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করা।

৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা।

৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া।

৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেয়া।

লগইন করার পর এবার ‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে।

ফর্ম পূরণের জন্য এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয় অবশ্যই প্রথমে জন্মসাল দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি হলে লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।

এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) ও স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ NIDhelp2020)। এগুলো বসানোর পরে সঠিকভাবে ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।

সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফাই কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কোড পাওয়ার জন্য সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।

সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তখন লগইন করুন।

লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন)  জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।

রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন।

এবার দেখুন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে হাজির এবং নিচের যেকোন অপশনে আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সহ অনেক কিছু পরিবর্তন করুন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় লাগতে পারে।

সূত্র: টেকটিউনস

Please share it ..
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মোট আক্রান্ত

৩৯০,২০৬

সুস্থ

৩০৫,৫৯৯

মৃত্যু

৫,৬৮১

 • জেলা সমূহের তথ্য
 • ঢাকা ১১১,২২২
 • চট্টগ্রাম ১৯,৮৮৩
 • বগুড়া ৭,৭৯৯
 • কুমিল্লা ৭,৬৯৪
 • ফরিদপুর ৭,২৬৮
 • সিলেট ৭,১৬৯
 • নারায়ণগঞ্জ ৬,৯৩৫
 • খুলনা ৬,৫২৮
 • গাজীপুর ৫,৫৮০
 • নোয়াখালী ৫,০৩৫
 • কক্সবাজার ৪,৮৭১
 • যশোর ৪,০১৯
 • ময়মনসিংহ ৩,৭৫৮
 • বরিশাল ৩,৬৬২
 • মুন্সিগঞ্জ ৩,৫৫৫
 • দিনাজপুর ৩,৪৯২
 • কুষ্টিয়া ৩,৩৬৭
 • টাঙ্গাইল ৩,২১৭
 • রাজবাড়ী ৩,১১৩
 • রংপুর ২,৯০৯
 • কিশোরগঞ্জ ২,৮৯৫
 • গোপালগঞ্জ ২,৬২২
 • ব্রাহ্মণবাড়িয়া ২,৪৭০
 • নরসিংদী ২,৩৮১
 • সুনামগঞ্জ ২,৩৭১
 • চাঁদপুর ২,৩৩২
 • সিরাজগঞ্জ ২,২০১
 • লক্ষ্মীপুর ২,১৬১
 • ঝিনাইদহ ১,৯৮৩
 • ফেনী ১,৯১৩
 • হবিগঞ্জ ১,৭৭৬
 • মৌলভীবাজার ১,৭৪২
 • শরীয়তপুর ১,৭২৮
 • জামালপুর ১,৬১৯
 • মানিকগঞ্জ ১,৫২৩
 • মাদারীপুর ১,৪৭৯
 • চুয়াডাঙ্গা ১,৪৬৫
 • পটুয়াখালী ১,৪৬৪
 • নড়াইল ১,৩৭৩
 • নওগাঁ ১,৩৩১
 • গাইবান্ধা ১,২০০
 • পাবনা ১,১৭৬
 • ঠাকুরগাঁও ১,১৬৭
 • জয়পুরহাট ১,১১৬
 • সাতক্ষীরা ১,১০৫
 • নীলফামারী ১,১০০
 • পিরোজপুর ১,০৯৪
 • রাজশাহী ১,০৮৫
 • নাটোর ১,০১৫
 • বাগেরহাট ১,০০৬
 • মাগুরা ৯২৬
 • বরগুনা ৯১৮
 • রাঙ্গামাটি ৯১৫
 • কুড়িগ্রাম ৯১৪
 • লালমনিরহাট ৮৮৫
 • বান্দরবান ৭৮৯
 • চাঁপাইনবাবগঞ্জ ৭৮২
 • ভোলা ৭৪৫
 • নেত্রকোণা ৭২২
 • ঝালকাঠি ৭১৬
 • খাগড়াছড়ি ৬৯৬
 • পঞ্চগড় ৬৪১
 • মেহেরপুর ৬৩১
 • শেরপুর ৪৮৪
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page