আজ [bangla_date], [english_date]

কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্র কাঁধে মহড়া দিচ্ছে ‘বিশু বাহিনী’

নিজস্ব প্রতিনিধি : রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় আবারও অস্ত্রশস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই এলাকার চরমপন্থী অস্ত্রবাজরা দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও হঠাৎ করেই তারা প্রকাশ্যে বেরিয়ে এসেছে। বিশু নামে ধনাঢ্য এক আওয়ামীলীগ নেতার ছত্রচ্ছায়ায় ২৫/৩০ জনের চিহ্নিত দুর্বৃত্ত বাহিনী রীতিমত এলাকায় মহড়া দিয়ে চলছে। ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে সীমাহীন আতঙ্ক। গত কয়েকদিন যাবত ভেড়ামারার সাতবাড়িয়াসহ আশপাশের এলাকায় সন্ধ্যা পেরোলেই হাটবাজার, রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ছে। অজানা আশঙ্কায় মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না বললেই চলে। স্থানীয় সূত্রগুলো জানায়, শহরের ধনাঢ্য ব্যবসায়ি বিশ্বনাথ সাহা বিশু ক্ষমতাসীন দলের ব্যানারে ভেড়ামারার ঐতিহ্যবাহী সোনালী বিড়ি কারখানার প্রায় আড়াইশ’ কোটি টাকার সম্পদ কুক্ষিগত করার পাঁয়তারা চালিয়ে আসছে। এ ব্যাপারে নানারকম জাল কাগজপত্র সৃজন, থানা পুলিশ প্রশাসনকে নিজের পক্ষে প্রভাবিত করাসহ আদালতের আসল নকল কাগজপত্রাদি পুঁজি করে বারবারই কারখানার দখলের অপচেষ্টা করেন। অবশেষে গত ২৯ জুলাই বিকেলে হঠাৎ করেই বিশ্বনাথ সাহা বিশুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক ফ্যাক্টরীতে ঢুকে ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ফ্যাক্টরীতে তালা ঝুলিয়ে দেয়। ফলে পাঁচ শতাধিক কর্মচারী মুহূর্তেই বেকার হয়ে পড়েছেন। মূল মালিককে হটিয়ে কারখানা ও কারখানার সমুদয় সম্পদ নিজের কব্জায় রাখতে সোনালী বিড়ি কারখানা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে সার্বক্ষণিক অবস্থান নিয়েছেন তিনি। তার অধিনস্ত চিহ্নিত অস্ত্রবাজরা নিয়মিত কাধে রাইফেলসহ নানারকম অস্ত্রশস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দিচ্ছে। সন্ধ্যার পর থেকে মাঝে মধ্যেই ফাঁকা গুলি ছুঁড়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বহু অপরাধের অভিযোগ মাথায় নিয়ে বিশু সন্ত্রাসী কায়দায় অবাধ বিচরণ করলেও পুলিশ বরাবরই তার পক্ষাবলম্বন করে থাকে। ভেড়ামারা থানায় বিশুর নামে সন্ত্রাস সৃষ্টি, লুটপাট, জবর দখল সংক্রান্ত মামলা থাকা সত্তেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে সমীহ করে চলে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page