আজ [bangla_date], [english_date]

৬৭ বস্তা সরকারি চালসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির সরকারি চালসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন স্বপন উপজেলার পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওএমএস চাল বিক্রির ডিলার। সে পাকড়ী গোয়ালপাড়া গ্রামের মোজাহার সরকারের ছেলে। তিনি এর আগে ওই ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলেন পরে আওয়ামী লীগে যোগদান করে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার এ অভিযান চালায়। এ সময় তার সঙ্গে গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকারও ছিলেন।ইউএনও নাজমুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলাল উদ্দিন স্বপন গত ৮ মার্চ ১৫ মেট্রিক টন ও ৬ এপ্রিল ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। শনিবার তিনি একটি রুমে ৩৩ বস্তা চাল ৫০ কেজি ওজন করে বস্তা পাল্টানোর কাজ করছিলো। আমরা পুলিশ নিয়ে বাড়ী ঘোরাও করে রাখি। দেখা যায় সেই বস্তাগুলো প্রধান মন্ত্রীর নামের সিল মারা। পাশের ঘরে মধ্যে আরো ৬ বস্তা চাল প্রধান মন্ত্রীর নামের সিল মারাসহ বাকী ৬৭ বস্তা উদ্ধার করা হয়। এছাড়াও ওই ঘর হতে ৩২০ টি সরকারি চালের বস্তা পাওয়া যায়। তার কাছে ৫০০ জনের কার্ডধারীর ডিলারশীপ আছে রেজিষ্টারে ৪৫৫ জনের নাম আছে। ১৫৭ জনের স্বাক্ষর নেই এবং অপরটির গত ৬ এপ্রিল বরাদ্দ পাওয়া চালে ২৬ জনের স্বাক্ষর নেই। সেই সাথে ৩৫ টি ফাঁকা পাওয়া গেছে যা গত ৬ মাস ধরে কোন স্বাক্ষর নেই। কার্ড ধারীরা অভিযোগ করেন, তার কাছে চাল নিতে গেলে বলে চাল আসলে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার জানান, চালগুলো উদ্ধার করে গোদাগাড়ী থানা হেফাজতে নেওয়া হয়েছে। আলাল উদ্দিন স্বপনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা জামাল উদ্দিন শনিবার রাতেই বাদি হয়ে মামলা দায়ের করেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page