আজ [bangla_date], [english_date]

৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

নিজেস্ব প্রতিবেদক : ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। এ সময় আরো নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মোট ৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এরমধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ এবং ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। আগামী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে শোকজ নোটিশ দেওয়া হয়। তিনি আরো বলেন, ‘মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চার জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ভর্তি জালিয়াতি করা শিক্ষারথীদের বিরুদ্ধে পাবলিক অ্যাক্ট আইন লঙ্ঘন, মানি লন্ডারিং আইনসহ তিনটি অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page