আজ [bangla_date], [english_date]

১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মানচিত্র বুধবার (৩ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, তিনি আরও জানান, বেসরকারি সংস্থাগুলোকে সরকার অনুমতি দিলে, তারা নিজেদের টাকা দিয়ে টিকা আনতে পারবে।

তবে যারা তাদের কাছ থেকে টিকা নিতে চায়, তারা কিনে নেবে নাকি বিনামূল্যে পাবে, সেটি সংস্থাগুলোর ওপর নির্ভর করবে। এ পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে এবং ৪৫ লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে কোনও অসঙ্গতি নেই। টিকা ব্যবস্থাপনায় সরকার সফল। তবে, সরকার এ সুনাম ধরে রাখতে চায়।

বাংলাদেশের টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা বেশি থাকলে সকলে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সকলকে টিকা দেয়া হবে। এ ছাড়া দেশে অবস্থানরত বিদেশি এবং বন্দরগুলোতে কর্মরতদের টিকার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page