আজ [bangla_date], [english_date]

হার্ড লাইনে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা মোকাবেলায় রাঙ্গামাটিতে সরকারের বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে তীব্র হার্ড লাইনে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সকাল থেকে রাঙ্গামাটিতে লোকজনের চলালে কড়াকড়ি আরোপ করেছে। অযথা ঘরের বাইরে বের হলেই রোদে দাঁড় করিয়ে রাখছে ঘন্টার পর ঘন্টা। রাঙ্গামাটি শহরে সাইকেল আরোহীদেরকে ও বিনা প্রয়োজনে মোটর বাইক নিয়ে চলাচল করলে বাইক রেখে বাড়ীতে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করছেন। না হলে ঘন্টা খানেক রাস্তায় বসিয়ে রাখছে। শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাঙ্গামাটির পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পয়েন্টে যে কোন লোকজনকে চলাচলের সময় পড়তে হচ্ছে কৈফিয়তের মুখে। এই কৈফিয়তে বাদ যায়নি সাংবাদিকরাও। এক মোটর সাইকেলে দুই জন দেখলেই নামিয়ে দিচ্ছে একজনকে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ৬টি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মাইক হাতে জনগনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় তার জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন জোর তৎপরতা চালাচ্ছে। রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে ৬টি মোবাইল টিম। প্রতিটি পাড়ায় পাড়ায় ঢুকে জনগনকে ঘরে থাকার জন্য নির্দেশ প্রদান করছে এবং মাইকিং করছে। লোকজনের জটলা দেখলেই দাবরানী দিচ্ছে তাদেরকে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page