আজ [bangla_date], [english_date]

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ঃ তাবিথ আউয়াল

মোঃ সোলায়মানঃ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় গনসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় তার সাথে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এই সময় তাবিথ আউয়াল এর সাথে থাকা দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়া ও ধানের শীষের স্লোগান দেন। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকার বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন শ্রেনির মানুষের কাছে ভোট চান। সকালে নিবার্চনি প্রচারনার শুরু করার আগে তাবিথ আউয়াল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে তিনি বিজয় সরণির কলমিলতা বাজারের উত্তর পাশ হয়ে তেজকুনিপাড়া, রেলওয়ে মার্কেট, বিজ্ঞান কলেজ ও গির্জার পাশ হয়ে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন।ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল সুষ্ঠু ভোট নিয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অনেক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। গণসংযোগের সময় ইটপাটকেল ছুড়ে আমাদের থামিয়ে দেওয়া হয়েছে। আমরা গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করছি। আপনারা এ আন্দোলনে সমর্থন জানিয়ে আমাকে এবং ধানের সব প্রার্থীকে ৩০ জানুয়ারি জয়যুক্ত করবেন।বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এর গণসংযোগ সময় সঙ্গে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জুবায়ের ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please