আজ [bangla_date], [english_date]

সুশান্তের জীবন ও কাজ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

ডেস্ক সংবাদ : সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, ছবিটির নাম রাখা হয়েছে ‘সুইসাইড অর মার্ডার- অ্যা স্টার ওয়াজ লস্ট’। ছবির প্রযোজনা করবেন বিজয় শেখর গুপ্তা ও পরিচালনায় রয়েছেন শমীক মৌলিক। এ প্রসঙ্গে বিজয় শেখর গুপ্তা বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা আমাদের সকলকে হতবাক করেছিল। কিন্তু এ ঘটনা বলিউডে নতুন নয়। অনেক অভিনেতা যারা এই ইন্ডাষ্ট্রিতে আসেন তারা স্বপ্ন পূরণ করতে আসেন। তারা বড়মাপের কাজ পাওয়ার বদলে কোনও কাজ না পেয়ে শেষ হয়ে যায়। তাদের অনেকে এই রাস্তায় যায়, কেউ কেউ লড়াই চালিয়ে নেন। তাই আমরা একটা গল্প নিতে চাই, যেখানে দেখাতে চাই একটি ছেলে কীভাবে ছোট শহর থেকে এসে কোনও অভিনেতা গডফাদার ছাড়া বলিউডে স্ট্রাগল করে। তিনি আরও বলেন, আমরা সুশান্তের বায়োপিক নির্মাণ করছি না। আমরা তার জীবন ও কাজের অনুপ্রেরণায় সিনেমা তৈরি করবো। আর আমার এই ছবিতে তারকাদের সন্তানদের কোনো জায়গা নেই। কোনো উঠতি তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করব। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু হবে। গত রোববার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ৩৪ বছর বয়সী বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। প্রাণখোলা, হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের সন্তানকে। এসব সূত্রে এখন পর্যন্ত ছয়জনকে জেরা করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page