আজ [bangla_date], [english_date]

শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক :  পিরোজপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর  সাড়ে ১২টায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শেষ হয়েছে। এ সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মাধবি রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান । বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ মনিরা পারভীন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

গতকাল ১৮ নভেম্বর অর্ধশতাধিক ষ্টল নিয়ে দুই দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়। এ মেলায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, এলজিইডি, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করেন। দুইদিনের এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। আমরা প্রতিদিন প্রতিমুহুর্তে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বিভিন্নভাবে উপকৃত হচ্ছি ও সেবা পাচ্ছি। তার দপ্তরের বিভিন্ন ডিজিটাল সেবার কথা উল্লেখ করে তিনি বলেন ১০ বছর আগেও যা ছিল কল্পনাতীত, তা আজ বাস্তবে রূপ নিয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page