আজ [bangla_date], [english_date]

কবরস্থানের জায়গা দখল করে মার্কেট

মীর আলাউদ্দিন :  রাজধানী মিরপুর রুপনগরে শিয়ালবাড়ি এলাকার পুরনো কবরস্থানকে নিজেদের দাবি করে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে জায়গা ও কবরস্থানের জায়গায় মার্কেট বানিয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় রমজান মাতবর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রুপনগর শিয়াল বাড়ি রোডের মাতবর বাড়ি কবরস্থানটির ১৩.৩২ শতাংশ জায়গা পারিবারিকভাবে কবরস্থান হিসেবে ব্যবহার করতেন মুল মালিক মৃত রজ্জব আলি এর ওয়ারিশ মফিজ উদ্দিন ও রাজ্জাকসহ তার পরিবারে সদস্যরা। কয়েক বছর পুর্বে শিয়ালবাড়ি থেকে রুপনগর এর দিকে নতুন রাস্তা নিমার্ণের জন্য কবরস্থানের বেশ কিছু জায়গা ভেঙ্গে ফেলা হলে কবরস্থানের ওই জায়গার পরিবর্তে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে ২.১৮ কাঠা বরাদ্দ দেওয়া হয় যা রমজান মাতবর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজগে সুকৈৗশলে হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কবরস্থানের বাকি জায়গা দখল করার প্রচেষ্টায় মরিয়া হয়ে উঠে রমজান মাতবর। সেখানে রমজান মাতবর তার লোকজন নিয়ে মার্কেট বানিয়ে মোটা টাকা হাতিয়ে নেয়। এ সংক্রান্ত বিষয়ে ২০১৬ সালে ঢাকা উত্তরের মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকোশলী ও নির্বাহী প্রবোশলী মিরপুর অঞ্চল-২ এর বরাবর লিখিত অভিযোগ করেন রাজ্জাক।

কবরস্থানের ডানে গড়ে তোলা হয়েছে মার্কেট

নিজেদের সহায় সম্পদ ফিরে পেতে রাজ্জাক সবখানে দৌড়াতে থাকেন। জবর দখল করে মার্কেট বানানোর বিষয়টিতে রাজ্জাক স্থানীয় রুপনগর থানায় জানিয়ে একটি সাধারণ ডাইরীও করেন ডাইরী নং ৬৮৩। ওই জিডির বরাত দিয়ে জানা যায় রমজান আলী তার লোকজন নিয়ে কবরস্থানের জায়গা দখল করে মার্কেট বানানোর পায়তার করলে তাদের বিরুদ্ধে মুখ্য হাকিম ঢাকা আদালতে ফৌজদারী কায্যবিধি ১৪৫ ধারা পিটিশন মামলা নং ০৬/২০১৭ দায়ের কালে ২৭/০২/২০১৭ তারিখে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য এবং থানাকে দখলের প্রতিবেদন দাখিলের আদেশ দেন ম্যাজিষ্ট্রেট। রমজান মাতবর এর মাথা ব্যথার কারণ হয়ে দাড়ায় রাজ্জাক। নিজেদের এই সম্পদ ফিরে পেতে দৌড়ঝাপ করার কারণে এক সময় রাজ্জাক মারা যান তবে তার মৃত্যূকে সহজভাবে মেনে নেননি পরিবারের সদস্যরা। জানা যায় রাজ্জাকের বড় ভাই এই সম্পদ ফিরে পাবার জন্য দৌড়ঝাপ করতে যেয়েই সন্ত্রাসীদের হাতে নিহত হন। আর রাজ্জাক এর মারা যাবার কারণ হিসেবে জানা যায় সড়ক দূর্ঘটনা। তবে রাজ্জাকের পরিবার বলছে রাজ্জাকের মৃত্যু নিয়ে বেশ ধোয়াশা আছে কিভাবে কোথায় কোন গাড়িতে রাজ্জাক মারা যায় তার সুনির্দিষ্ট কোন তথ্য তারা জানতে পারেন নি। রাজ্জাক মারা যাবার পরে তারা থানার মাধ্যমে জানেন রাজ্জাক রুপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার সড়কে দূর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। মৃত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় কবরস্থানের জায়গার উত্তর সেনপাড়া পর্বতা মৌজার, খতিয়ান নং ৩৮৫৬, বাংলাদেশ ফরম নং ৫৪৬৩ তে স্পর্ষ্ট উল্লেখ আছে যে সেই জায়গার মালিক ওয়ারিশ সূত্রে তারা কিন্তু রমজান মাতবর টাকা আর প্রভাব খাটিয়ে জাল কাগজের মাধ্যমে নিজের নামে বানিয়ে দখল করেন। পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয় কবরস্থান এর জায়গা ভেঙ্গে রাস্তা করার সময় কাউন্সিলর মোবাশ্বের এর সহায়তা না পেলে রমজান মাতবর কখনোই এই জায়গা দখল করতে পারতো না। আর মোবাশ্বের কাউন্সিলর খুব ভালো করেই জানতো যে এই কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান, রুপনগর এলাকার সবচেয়ে পুরনো মানুষ আমরা আর এই এলাকায় বেশিভাগ জায়গায় আমাদের, আমরা অসহায় হয়ে যাবার কারণে সবাই যে যার মতো দখল করে নিয়েছে। আমাদের একটা অপরাধ আমরা অসহায় হয়ে ছিলাম কাউকে খুশি করতে চা নাস্তা করার টাকা দিতে পারিনি তাই কাউকে পাশে পায়নি আমরা। ================== কে এই রমজান মাতবর ? কিভাবে তার উত্থান ? কোথায় কোথায় চালিয়েছেন তার দখল বাণিজ্য? বিস্তারিত জানুন আগামী পর্বে……….

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please