আজ [bangla_date], [english_date]

শাক ভেবে গাঁজা রান্না

ডেস্ক সংবাদ :  শাক পাতা ভেবে গাঁজা পাতা রান্না করে খেয়ে পুরো পরিবারকে যেতে হয়েছে হাসপাতালে। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলায়। পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডিটিভি’ খবরে বলা হয়, গত শনিবার নিতীশ নামে এক ব্যক্তির কাছে মেথি শাক বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নিতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজার তরকারি রান্না করেন পিঙ্কি। এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাদের শরীর খারাপ লাগতে থাকে। তারা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তারা অজ্ঞান হয়ে যান। পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তারা ওই সবজি বিক্রেতা নাভাল কিশোর গুপ্তাকে আটক করেনতিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা গাছ দেন। কিন্তু তদন্তকারীরা এই জবাবে সন্তুষ্ট হননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page