আজ [bangla_date], [english_date]

রোহিঙ্গা সমস্যার পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে

রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে তাতে কোনো সন্দেহ নাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, ভারতসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়কেও গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শুধু ভারত আর চীনের সাথেই নয় বাংলাদেশসহ মিয়ানমারের সাথে যে কয়টি দেশের বর্ডার সম্পৃক্ত। যেমন চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড এবং লাউস এই প্রতিটি দেশের সাথে আলোচনা করেছি। কারণ প্রতিটি দেশের বর্ডারের সাথে মিয়ানমারের ছোটখাটো সমস্যা লেগেই থাকে। মিয়ানমারের সাথে আলোচনার একটি চুক্তিও সই করেছি এবং তারা এক সময় আগ্রহও দেখিয়েছেন রোহিঙ্গা ফেরত নিবেন বলে। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে তাতে কোনো সন্দেহ নাই।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page