আজ [bangla_date], [english_date]

রোহিঙ্গা প্রত্যাবর্তনের তথ্য নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক :  প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, মোঃ মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে ২০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরে সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বিআইএমআরডি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। কমিটির সভায় জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সশস্ত্র বাহিনী গৃহীত পদক্ষেপ/প্রস্তুতি কার্যক্রমের পর্যালোচনা করা হয়। সভায় ইয়েমেনে অপহৃত লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আনামকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কমিটি থেকে মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের ব্যাপারে জানতে চাওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page