আজ [bangla_date], [english_date]

রাষ্ট্র তোমাকেই বলছি

রাষ্ট্র
হ্যা, তোমাকেই বলছি
আমার মৃত্যু হলে,
কারো দায় নেই, কেউ দায়ী নয়-

খাদ্যে ভেজালে হোক কিংবা বিষক্রিয়ায়
অভাব অনট‌নে, কিংবা বেকার‌ত্বের অ‌ভিশা‌পে‌
বুলেটে না হয় চাপাতির আঘাতে
ভুল চিকিৎসায় কিংবা অযত্ন অবহেলায়
আমার মৃত্যু হলে
এর দায় কারও না, কেউ দায়ী না।

ভুল সময়ে এই রাষ্ট্রে জন্মেছি বলে,
আমার মৃত্যুর জন্য কেবল আমিই দায়ী ।

হ্যা, রাষ্ট্র
তোমাকেই বলছি
তু‌মি আমা‌কে দিয়েছো ভাষার অধিকার
দিয়েছো স্বাধীনতা, বর্ণমালা, মান‌চিত্র, ভূ‌মির অ‌ধিকার
তাই‌ কোনও অভিযোগ নেই-
রাষ্ট্র তোমার কাছে।

বাহাত্তু‌রের সং‌বিধান ক্ষত‌বিক্ষত ক‌রে‌ছো
সমাজতন্ত্র বদ‌লে পুঁজিবা‌দের দ্বারস্থ হয়েছো
বাইশ পরিবারের যায়গায় বাইশ লাখ পরিবার দি‌য়ে‌ছো
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত দি‌য়ে‌ছো
নিজের নামে এক টুকরো জমি কেনার অধিকার
আর গণতন্ত্রের নামে
সাড়ে তিনশ’ মালিক উপহার দিয়েছো-

তোমার কাছে তাই আমার অপরিসীম ঋণ;
আমার জন্ম-মৃত‌্যু, সুখ-অসুখ
আমার ভা‌লো-মন্দ, আমার সফলতা-ব‌্যর্থতা
সবকিছুর জন্য কেবল আমিই দায়ী।

ভুল সময়ে এই রাষ্ট্রে জন্মেছি বলে,
আমার মৃত্যু হ‌লে, এর জন্য কেবল আমিই দায়ী ।

হ্যা, রাষ্ট্র
তোমাকেই বলছি
আমার সন্তান তনুর মতো ধর্ষিত হলে
কিংবা অন্য কোনও সন্তান বলাৎকারের শিকার হলেও
কোনও অভিযোগ নেই
ভর্তি বানিজ‌্য হলে, প্রশ্নপত্র ফাঁস হ‌লে
শিক্ষাঙ্গ‌নে অমার সন্তান লাশ হ‌য়ে প‌ড়ে থাক‌লে
সেশন জ‌টে তার জীবন আট‌কে গে‌লে
শিক্ষা জীবন শে‌ষে রুটি রুজির নিশ্চয়তা না মিললে
রাষ্ট্র তোমার কাছে কোনও অ‌ভি‌যোগ নেই।

কারণ; তুমি আমাকে ছাপ্পান্ন হাজার বর্গমাইল দিয়েছো
একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছো
সবুজের বুকে লাল পতাকা দি‌য়ে‌ছো।

যদিও রোহিঙ্গারা আশ্রয় নেয়ায়
এই ভূখণ্ডের একটি অংশ এখন বিপন্ন হবার পথে;
তবুও আমি খুশি তোমার এই মানবিকতা দেখে
তুমি তাদের মাথা গোঁজার ঠাই দিয়েছো বলে
যদিও তু‌মি পাহা‌ড়ে ক্ষুদ্র জা‌তি গোষ্ঠীর বেলায় ক্রমশ অমান‌বিক
নিজ ভূ‌মে অবহেলিত হ‌য়েও তারা বেঁচে আ‌ছে
তবুও এসব নি‌য়ে কোনও অ‌ভি‌যোগ নেই
তু‌মি তোমার বু‌কে তা‌দেরও আশ্রয় দি‌য়ে‌ছো দে‌খে
তাই তোমার ওপর আমার কোনও রাগ ক্ষোভ
কিংবা কোনও অ‌ভিমান নেই।

ভুল সময়ে এই রাষ্ট্রে জন্মেছি বলে,
আ‌মি জে‌নে গে‌ছি, এখা‌নে এ‌তো অ‌ভি‌যোগ কর‌তে নেই।

হ্যা, রাষ্ট্র
তোমাকেই বলছি
ধ‌র্মের না‌মে, সাম্প্রদায়িক সংঘাতে
কিংবা চর দখলের মতো
দলীয় আ‌ধিপত‌্য বিস্তা‌রের না‌মে কা‌রো মৃত্যু হলে
সাগর-রুনী হত্যার বিচা‌র না হ‌লে
বিচা‌রের না‌মে প্রহসন হ‌লে, বিনা বিচা‌রে ‌কেউ হত‌্যা‌ হলে
গু‌মের না‌মে কল্পনা চাকমারা চিরত‌রে হা‌রি‌য়ে গে‌লে
কোনও অভিযোগ কর‌তে নেই, রাষ্ট্র তোমার কাছে-

ভুল সময়ে এই রাষ্ট্রে জন্মেছি বলে,
আমা‌দের মৃত্যুর জন্য কেবল আমরাই দায়ী ।

হ‌্যা, রাষ্ট্র
তোমা‌কে বল‌ছি
এদেশে অনেক ধর্মালম্বীর বাস হওয়া সত্বেও
তুমি আমাকে একটি রাষ্ট্র ধর্ম দিয়েছো
বিসমিল্লাহ বলে যাত্রা করা এই ভূখণ্ডের কাঁটাতারে
ঝুলে থাকা ফেলানীর লাশ উপহার দিয়েছো
গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের বাড়তি চাপে নাকাল মানুষ
তবুও তোমার প্রতি অভিযোগ নেই কোনও ।

হ্যা, রাষ্ট্র
তোমাকেই বলছি
কোনও অভিযোগ নেই আজ আর আমার
এমনকি সেই ‌নিষ্ঠুর প্রেমিকার বিরুদ্ধেও
যে কিনা লা‌ভের খাতা শূণ‌্য দে‌খে
অব‌লিলায় আমায় ছুঁড়ে ফেলে দি‌য়ে‌ছে
বেছে নিয়েছে নতুন জীবন।

মা-বাবা, ভাই-বোন, সন্তান, বন্ধু, আত্মীয়-স্বজন
লুটেরা সমাজপতি, টাকা পাচারকারী
মাদ্রাসার ধর্ষক অধ্যক্ষ, মসজিদের লোলুপ ইমাম
ভণ্ড পীর, তান্ত্রিক, যৌন নিপীড়ক শিক্ষক
দুর্নীতিবাজ আমলা কিংবা ঠগবাজ রাজনীতিক
খুনী, ধর্ষক, ভেজাল কারবারী আর অসৎ ব‌্যবসায়ী
কা‌রো প্রতি আমার কে‌ানও ক্ষোভ নেই।

হ্যা, রাষ্ট্র;
শোন, যা বলার আজ তোমাকেই বলছি
বছর বছর নিয়ম ক‌রে জাতীয় সংস‌দে বা‌জেটের না‌মে
বাড়িয়েই যা‌চ্ছো সংযোজিত করে বহুমূল্য
কেবল জীবনেরই দাম কমিয়ে দিয়েছো
গণতন্ত্রকে সামরিক বেসাম‌রিক ফর্মা‌নে খাঁচায় বন্দী ক‌রে‌ছো
পা‌কিস্তানী‌দের কাছ থে‌কে ফি‌রি‌য়ে আনা স্বাধীনতা
বাক স্বাধীনতার না‌মে আজ সাতান্ন ধারায় বেধে দিয়ছো

সব দে‌খেও‌ আজ কা‌রো মু‌খে কথা নেই
দলবাজ, সু‌বিধা‌ভোগী, তথাক‌থিত সু‌শিলরাও নিশ্চুপ
তাই আমারও মু‌খে ভাষা নেই, কথা নেই
কোনও অ‌ভি‌যোগ নেই।

হ‌্যা রাষ্ট্র;
তোমাকেই বলছি, স‌ত্যি বল‌ছি
আমার আসলে আজ কারো বিরুদ্ধেই
কোনও অভিযোগ নেই
বেগম পাড়ার সাহেবদের বিরুদ্ধেও নেই
ঋণ‌খেলাপী, লু‌টেরা ব‌্যাংক ডাকাতের বিরু‌দ্ধেও নেই
খোলা আকাশের নী‌চে, ব‌স্তি‌তে, ফুটপাতে
কুকুর আর কিছু মানুষ
যারা একসঙ্গে গাদাগাদি করে থাকে
তোমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
অভিযোগ নেই তাদের বিরুদ্ধেও।

জে‌নে রা‌খো রাষ্ট্র, তোমা‌কে বল‌ছি
এই রা‌ষ্ট্রে আমার মৃত্যু হ‌লে
একবার নয়, বারবার মৃত‌্যু হ‌লেও
এর দায় কারো নেই, কেউ না।

আমার সব অভিযোগ কেবলমাত্র আমার বিরুদ্ধেই
এই নীতিহীন রাষ্ট্রে জন্মেছি বলে।।

শেখ মামুনুর রশীদ

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page