আজ [bangla_date], [english_date]

যুক্তরাজ্যের ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত

ডেস্ক সংবাদ :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের সব ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাজ্যের লন্ডন রুটে বিমানের ফ্লাইট যথারীতি চলবে। বিমান বর্তমানে লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট (বুধবার) পরিচালনা করছে।

বিমান সূত্র জানায়, করোনাকালীন যাত্রী সংকটের কারণে এই রুটটি আপাতত বন্ধ রাখা হয়েছে। জুন মাসের শেষে এ সিদ্ধান্ত আবার যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। বিমান সূত্র আরও জানায়, বাংলাদেশ ও স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতের কলকাতা, দিল্লি, ওমানের মাস্কাট, নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

এছাড়াও বিমানের সৌদি আরবের মদিনা, কুয়েত এবং থাইল্যান্ডের ব্যাংককের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। ২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রথম ঢেউ চলাকালীন থেকে এই তিনটি রুট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরেও এসব রুটে কোনো ফ্লাইট পুনরায় চালু হয়নি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page