আজ [bangla_date], [english_date]

মানবিক খাদ্য সহায়তা ঘরে ঘরে দিচ্ছে বেকার বন্ধুমহলরা

নিজেস্ব প্রতিনিধি: ইন্দুরকানীতে করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন দরিদ্রদের মাঝে মানবিক খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌছে দিলেন ইন্দুরকানী বেকার বন্ধুমহলরা। সোমবার দুপুরে উপজেলার ইন্দুরকানী, বালিপাড়া, ভবানীপুর,কালাইয়া, চাড়াখালী ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। বন্ধু মহলরা তাদের নিজের অর্থায়নের ৪০টি পরিবারে (চাল,ডাল, আলু,পেয়াজ,সাবান,) কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেন। ভবানীপুর গ্রামে সেরজন মিয়া (৬৫) জানান, করোনা ভাইরাসে আতঙ্কে আমরা সচেতনার জন্য কাজবাজ ছেড়ে ঘরে থাকি এবং কর্মহীন হয়ে যাই। এ সময় যুবকছেলেরা মানবিক খাদ্য সহায়তা পেয়ে আমরা আনন্দিত। বন্ধুমহলের নেতা জুয়েল ও শরিফুল ইসলাম ছানি জানান, আজ আমরা কেউ বেকার,কেউ ছাত্র বন্ধুমহল মিলে নিজেদের অর্থ্যায়নের এই উদ্যোগে নিয়েছে এবং কর্মহীনদের মাঝে ৪০টি পরিবারে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করি । সমাজের বিত্তবানরা দরিদ্র কর্মহীনরদের পাশে দাড়ালে ভালো হত।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please