আজ [bangla_date], [english_date]

ভোক্তা অধিদফতরের মহাপরিচালক আক্রান্ত

ডেস্ক সংবাদ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) সকালে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার অসুস্থ হয়ে পড়ায় মহাপরিচালক নমুনা পরীক্ষা করান। রাতে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আছেন, উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী, গাড়িচালক মিলিয়া খানম। প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিদিনের বাজার তদারকি, ট্রাকসেল তদারকিতে নিজে অংশ নিতেন বাবলু কুমার সাহা। অভিযানের পাশাপাশি মাঠে থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page