আজ [bangla_date], [english_date]

সাইদুর রহমান রিমন - সিনিয়র রির্পোটার - (বাংলাদেশ প্রতিদিন)

ভেঙ্গে ফেল এফডিআর- বেচে দে কল্যাণ ট্রাস্ট-তবু সাংবাদিক বাঁচুক

মীর আলাউদ্দিন : ভেঙ্গে ফেল এফডিআর- বেচে দে কল্যাণ ট্রাস্ট ; তবু সাংবাদিক বাঁচুক এমনটাই বলেছেন বাংলাদেশ প্রতিদিন এর ইভেষ্টিগেটিভ রির্পোটিং সেল এর সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন। সম্প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর তার ফেসবুকে একটা ষ্ট্যাটাস দেন যাতে লেখা ছিল- সাংবাদিক কল্যান ট্টাষ্টের ফান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ২০ কোটি টাকা এফডিআরে রাখা আছে। গতকাল কিছু সাংবাদিক বন্ধুরা ওই টাকা কোথায় আছে জানতে চেয়েছেন। কেবল তাদের উদ্দেশ্যে আপনারা নিশ্চিন্ত থাকুন। কারন, সাংবাদিক কল্যান ট্টাষ্টে একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব জনাব জাফর ওয়াজেদ স্যার এমডি’র দায়িত্বে রয়েছেন। যিনি একাধারে পিআইবিরও মহাপরিচালক। অতএব আপনারা নিশ্চিত থাকুন।

সেই পোষ্টটিতে আপোষহীন সাংবাদিক সাইদুর রহমান রিমন একটি কমেন্ট করে এমনটাই বলেন। কমেন্টসটি যা হুবহু তুলে ধরা হলো।

আপাদমস্তক সৎ, সাদামনের মানুষ হিসেবে শ্রদ্ধেয় জাফর ওয়াজেদ ভাইর বিকল্প নেই। তার দায়িত্বে গোটা বাংলাদেশ থাকলেও তা শতভাগ নিরাপদ, নিশ্চিত। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, বিপুল পরিমাণ টাকা কল্যাণ ট্রাস্টের এফডিআর করা থাকলেও মরণাপন্ন সাংবাদিকদের তো কোনো কাজে আসছে না। অনাহারে থাকা নিরীহ সাংবাদিক পরিবারের জন্য ওই এফডিআর এক মুঠো খাবার তো দিতে পারছে না। অর্থাভাবে চিকিৎসাহীন সাংবাদিক স্বজনের ভাগ্যে দু’ টাকার ওষুধ তো জুটছে না। এফডিআরে কোটি কোটি টাকা আছে, লাভ আসলে তা একদিন বিশাল মহীরুহ হয়ে দাঁড়াবে-কিন্তু জাতীয় এ দুর্যোগে অভাব-সংকটে দিশেহারা সাংবাদিকদের তা কোন্ কল্যাণে লাগলো?
এমন অবস্থাতেই কবি রফিক আজাদ লিখতে বাধ্য হয়েছিলেন….ভাত দে….মানচিত্র বেচে খাবো। এখন তো বলার সময় এসেছে, ভেঙ্গে ফেল এফডিআর- বেচে দে কল্যাণ ট্রাস্ট ; তবু সাংবাদিক বাঁচুক আগে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page