আজ [bangla_date], [english_date]

বেসামরিক লোকজনকে কিয়েভ ছাড়তে বলছে রাশিয়া

ডেস্ক সংবাদ : ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বেসামরিক লোকজনকে শহরটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলছে রাশিয়া। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সেনারা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারেন, সে সুযোগ দেয়া হবে।

মেজর জেনারেল কোনাসনেকভ বলেন, ‘বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাবার সময় রাশিয়ার সেনারা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।’ তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।

কিয়েভ শহর খালি করে দেয়ার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সেনারা ব্যাপক গোলাবর্ষণ করেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page