আজ [bangla_date], [english_date]

বিশ্বে প্রাণহানির সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়াল

ডেস্ক সংবাদ : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ২০ হাজার ৬০৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন। এদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯২ হাজার ৮৪৮ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৬৬৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২৬ হাজার ৬০৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page