আজ [bangla_date], [english_date]

বিএডিসির বোরো ধানের বীজ সংগ্রহ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে কৃষক পর্যায়ে উৎপাদিত  বোরো ধানের বীজ বিএডিসি কর্তৃক সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট কৃষি অধিদপ্তরের আয়োজনে রোববার  দুপুরে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে ওই বোরো ধানের বীজ সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) বাগেরহাটের সভাপতি শহীদ মেহফুজ রচা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, প্রথম দিন এক হাজার চারশত নয় কেজি বীজ সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি চল্লিশ টাকা দরে এ বীজ সংগ্রহ অব্যাহত থাকবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page