আজ [bangla_date], [english_date]

বাড়ি ফেরা রোগীদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

বরিশাল প্রতিনিধি : করোনা ভাইরাসে আপদকালীন সময় সুস্থ্য হয়ে বাড়ি ফেরা রোগীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা। সোমবার সকালে চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার জানান, প্রতিদিন শেবাচিম থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরা অসহায় ও দুঃস্থ ২০ জনকে এই খাদ্য সহায়তা ও বাড়ি ফেরার যাতায়াত বাবদ নগদ অর্থ প্রদান করা হবে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর ছাড়পত্রপ্রাপ্ত রোগীদের জন্য রোববার সকাল থেকে এ ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি হন। যারা খুবই গরিব, তারা ছাড়পত্র পেলে আন্তঃবিভাগর চিকিৎসক পরিষদের ফান্ডে থাকা অর্থ দিয়ে তাদের হাতে আমরা চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন তুলে দিচ্ছি। পাশাপাশি যাতায়াতের জন্য নগদ অর্থও দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলবে করোনা ভাইরাসের আপদকালীন সময় পর্যন্ত। অপরদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও স্বেচ্ছাসেবী এসআর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বরিশালের ১ হাজার ৪৬৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে ব্র্যাকের উদ্যোগে ১৬৬টি পরিবারের প্রত্যেককে নগদ দেড় হাজার টাকা করে মোট ২ লাখ ৪৯ হাজার টাকা এবং এসআর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক সালাউদ্দিন রিপনের উদ্যোগে ১৩শ’ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page