আজ [bangla_date], [english_date]

বাংলাদেশের যুবারা সুপার লিগের পথে

ডেস্ক সংবাদ : সুরটা বেঁধে দিলেন নতুন বলের দুই পেসার। দারুণ সঙ্গত করলেন রকিবুল হাসান। আসরের প্রথম হ্যাটট্রিকে গুঁড়িয়ে দিলেন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। টপ অর্ডার খুব একটা ভালো না করলেও সহজ জয়ই পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা দ্বিতীয় জয়ে এগিয়ে গেল সুপার লিগের পথে। ‘সি’ গ্রুপের ম্যাচে পচেফস্ট্রুমে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। ৯০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ২০০ বল বাকি থাকতে। টস জিতে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও তানজিম হাসানের দাপুটে বোলিংয়ে চাপে পড়ে যায় স্কটল্যান্ড। অষ্টম ওভারে ২১ রানের মধ্যে ফিরে যায় দলটির প্রথম চার ব্যাটসম্যান। মিডল অর্ডারে খানিকটা প্রতিরোধ গড়েন উজাইর শাহ। পরের ব্যাটসম্যানদের টিকতে দেননি রকিবুল। নিজের চতুর্থ ওভারে শিকার শুরু করেন কেস সাজ্জাদকে বোল্ড করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লিলি রবার্টসনকে। চার্লি পিটকে বোল্ড করে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেন রকিবুল। পরে জেমি কেয়ার্নসকে থামিয়ে ৩০ ওভার ৩ বলে গুটিয়ে দেন স্কটল্যান্ডের ইনিংস। রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। শন ফিশার-কিওফের প্রথম বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান। দুই বাউন্ডারিতে দুই অঙ্ক ছুঁয়ে ফিশার-কিওফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান শামীম হোসেন। অন্য প্রান্তে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন পারভেজ হোসেন। ১৫ বলে দুটি করে ছক্কা ও চারে ২৫ রান করে ফিশার-কিওফের বলে ক্যাচ দেন এই ওপেনার। তৌহিদ হৃদয়কে নিয়ে বাকিটা সারেন মাহমুদুল হাসান। ৪৮ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান করেন তিনি। হৃদয় সাবধানী ব্যাটিংয়ে করেন ১৭ রান। ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে আগামি শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩০.৩ ওভারে ৮৯ (গাই ১১, বেন ডেভিডসন ২, ম্যাকিনটশ ২, জেসপার ডেভিডসন ০, উজাইর ২৮, ড্যানিয়েল কেয়ার্নস ৭, সাজ্জাদ ৭, রবার্টসন ০, পিট ০, জেমি কেয়ার্নস ১৭, ফিশার-কিওফ ৩*; শরিফুল ৭-২-১৩-২, তানজিম ৮-১-২৬-২, শমীম ৫-১-১৫-১, মৃত্যুঞ্জয় ৫-২-৮-১, রকিবুল ৫.৩-০-২০-৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬.৩ ওভারে ৯১/৩ (তানজিদ ০, পারভেজ ২৫, শামীম ১০, হৃদয় ১৭*, মাহমুদুল ৩৫*; ফিশার-কিওফ ৪-০-২৭-৩, পিট ৪-০-২৮-০, সাজ্জাদ ৪-১-১২-০, ড্যানিয়েল কেয়ার্নস ৩-০-১২-০, রবার্টসন ১.৪-০-১২-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page