আজ [bangla_date], [english_date]

বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে

দিনাজপুর প্রতিনিধি :

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। সরকারের একান্ত প্রচেষ্টা আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, একাগ্রতা, নিষ্ঠা,কর্তব্যপরায়ণতা, দেশের ও দেশের মানুষের প্রতি ভালবাসা, বিচক্ষণতার কারণে এটি করা সম্ভব হয়েছে।

গতকাল ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে দিনাজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাকবাংলোর দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে অভূতপুর্ব উন্নয়ন সাধন করে চলেছেন। তাঁর নেতৃত্বে দেশ এখন বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছে। সকাল ১০ টায় উপজেলার গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭১ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করেছিলেন। তার নেতৃত্বেই শিক্ষাক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার মিসেস আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমূখ। এসময় উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইছামতি মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ, রাণীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ তৌফিকুল ইসলাম মিন্টু, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্রনাথ রায়, পুনট্রি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি তরুবালা রায়, আলোকডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, আলোকডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সহকারি শিক্ষা অফিসার(ক্লাষ্টার) মেনহাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস, ছাত্রলীগ সভাপতি নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি উপজেলার কাঁকড়া নদীর নব-নির্মিত সেতু পরিদর্শন করেন। উক্ত সকল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি আছে নৌকার বিপক্ষে গিয়ে কথা বলা, কাজ করা , ষড়যন্ত্র করতে গিয়ে অনেক বড় বড় তারকা নেতা মূল ¯্রােত থেকে পড়ে গিয়ে আর নৌকায় উঠতে পারে নাই। বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনার নৌকা এত দ্রুত উন্নয়ন এবং লক্ষ্যের দিকে যাচ্ছে যে, একবার পড়ে গেলে আর উঠতে পারবেন না। মাহমুদুর রহমান মান্না, মিজান চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ডজন ডজন নেতা নৌকা থেকে হারিয়ে গেছে। আর আপনি তো! রস খেয়ে মশগুল হলেনতো পিছিয়ে গেলেন। এতে সাবধান ! মূল স্রোতের সাথে থাকুন। না হলে রাজনীতির অতল গহবরে হারিয়ে যাবেন। এটা কারও পৈত্রিক সম্পত্তি নয়। এখানে কেউ বেতনভূক্ত কর্মচারী নয়। কাজ করবেন, মুল্য পাবেন। গোস্সা করবেন, পিছিয়ে যাবেন। আরেকজন এসে আপনার জায়গা দখল করে নিবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please