আজ [bangla_date], [english_date]

‘ফেসবুক দালালদের’ প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন কোবরার ভাই রফিক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফের বাহারছড়ায় মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নির্মমভাবে হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার, এস আই লিয়াকত আলীসহ খলনায়ক ইলিয়াস কোবরার নাম প্রকাশ হতেই সংঘবদ্ধ একটি চক্র খুনিদের রক্ষায় নানারকম মিশন নিয়ে মাঠে নামে। চক্রের সদস্যরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এবং কাড়ি কাড়ি টাকা ছিটিয়ে যে কোনো উপায়ে মেজর হত্যা মামলাকে ধামাচাপা দেয়ার পাঁয়তারায় লিপ্ত হয়। তারা কেউ কেউ ফেসবুক, টুইটার, ইউটিউব ব্যবহারের মাধ্যমে হরেক স্টাইলের গুজব আর বিতর্ক ছড়িয়ে দেশবাসীর দৃষ্টি ঘুরিয়ে স্বার্থসিদ্ধির অপকৌশলে মেতে উঠে। কখনো প্রদীপের পক্ষে, কখনো ইলিয়াস কোবরার পক্ষে আবার কখনো সিপ্রা-সিফাতের নানা ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কুরুচিপূর্ণ গল্প ফাঁদে, আজেবাজে ছবি-ভিডিও ছড়িয়ে দেয়। প্রচার প্রপাগান্ডার মাধ্যমে মেজর সিনহা হত্যাকান্ডের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের প্রাণপন চেষ্টা চালাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। এসব দালালি কর্মকান্ডের মাধ্যমে ফেসবুক মার্কার সাংবাদিক যারা ইলিয়াস কোবরার পক্ষে জনমত গড়ায় শ্রম দিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোবরার ছোট ভাই মো. রফিক। তিনি এখন কোবরার জব্দ হওয়া ব্যাংক একাউন্টগুলো খুলে দেয়ার পক্ষে জনমত গড়তে সংশ্লিষ্ট দালালদের প্রতি বিনীত আবেদন জানিয়েছেন। আমাদের টেকনাফ প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় এ আবেদন জানান মো. রফিক। টেকনাফের অন্যতম ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত মো. রফিক বহু মামলার আসামি বলে জানা গেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page