আজ [bangla_date], [english_date]

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৫০

ডেস্ক সংবাদ : ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগ সেনাসদস্য হলেও রয়েছে তিন বেসামরিক নাগরিক। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জন।

দেশটির সশস্ত্র বাহিনী প্রধান জানিয়েছেন, ‘রানওয়েতে নামতে গিয়েই বিমানটি মাটিতে আছড়ে পড়ে, ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা বিমানের ডাটা রেকর্ডার থেকে জানার চেষ্টা করছি। তবে বিমানটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় রবিবার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। গত ৩০ বছরে ফিলিপাইনে এটিই সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please