আজ [bangla_date], [english_date]

প্রস্তাবিত বাজেটে সুখবর পাচ্ছেন প্রবাসীরা

ডেস্ক সংবাদঃ প্রস্তাবিত ২০২১-২০২২ বাজেটে রেমিটেন্স পাঠানোর ওপর প্রণোদনার বিষয়ে নিয়ে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈধ পন্থায় প্রবাস আয় পাঠানোকে উৎসাহিত করতে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকের বিশেষ ‘প্যাকেজ কর্মসূচি’ চালু করা হবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার (৩ জুন) প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত প্রবাসীদের আয় এসেছে ২২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যে ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০.১ শতাংশ। মূলত প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাস আয়ের উপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখায় এবং অর্থ প্রেরণ প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাসী আয়ের ক্ষেত্রে ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page