আজ [bangla_date], [english_date]

প্রথমবার করোনার ভ্যাকসিন দেওয়া হলো যুক্তরাজ্যে

ডেস্ক সংবাদ : ইউরোপে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে দুজনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া মোট ৮০০ জন মানুষ এই পরীক্ষামূলক কাজে স্বেচ্ছায় অংশ নিয়েছেন। এই ৮০০ জনের মধ্যে অর্ধেককে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া হবে। আর বাকি অর্ধেককে করোনা ভাইরাসের নয়, ম্যানিনজাইটিস প্রতিরোধক দেওয়া হবে। তবে স্বেচ্ছোয় অংশ নেওয়া এই কর্মীরা কেউই জানবে না কোন ভ্যাকসিন তাদের শরীরে প্রয়োগ করা হচ্ছে, জানবে শুধু ডাক্তাররা। যেখানে দুই গ্রুপের মানুষের মধ্যে আগামী কয়েকমাসে তুলনামূলক বিচার করে ভ্যাকসিনের কাজ হচ্ছে কিনা তা নির্ধারণ করবেন গবেষকরা। প্রথম দুই ভ্যাকসিন নেওয়াদের একজন হলেন এলিসা গ্রানাটো। তিনি বিবিসি সংবাদে বলেন, ‘আমি একজন বিজ্ঞানী, তাই যেভাবেই পারি গবেষকদের সাহায্য করতে চাই। এদিকে এই ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটে ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ গিলবার্টের নেতৃত্বে গত তিন মাস ধরে তৈরি হয়েছে। তিনি এর আগে বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে এই ভ্যাকসিনের ব্যাপারে আমি ৮০ ভাগ আত্মবিশ্বাসী।’ তবে নতুন করে কোনো সংখ্যার বিচার না করে বলেন, ‘আমি খুবই আশাবাদী।’

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please