আজ [bangla_date], [english_date]

পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত খারকিভে

ডেস্ক সংবাদ : ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ৫০৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ স্থানীয় সময় বৃহস্পতিবার এ দাবি করেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লেখেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে ২৪ শিশুও রয়েছে।

নিহতরা সবাই নিরীহ বেসামরিক মানুষ ছিল। আমরা তাদের (রুশ বাহিনী) কখনও ক্ষমা করব না। ওলেগ সিনেগুবভ আরও দাবি করেন, রুশ বাহিনী বৃহস্পতিবার খারকিভে ৩৪টি রকেট ও গোলা হামলা চালিয়েছে। এসব হামলায় একজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও আট জন। বিবিসি বলছে, খারকিভ রুশ সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর। এ শহরে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত মোট ১৫ লাখ মানুষের বসবাস ছিল।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please