আজ [bangla_date], [english_date]

পরস্পরকে দুষছে চীন-ভারত

ডেস্ক সংবাদ : লাদাখ সীমান্তে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় পরস্পর পরস্পরকে দুষছে চীন ও ভারত। এ সহিংসতায় অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে দুই দেশের সেনাই হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো জানায়নি চীন। বুধবার (১৭ জুন) বিবিসি এ তথ্য জানায়। এদিকে মঙ্গলবারের (১৬ জুন) সংঘর্ষে কোনো গুলি বিনিময় হয়নি। সেনাদের মধ্যে পাথর ও রড দিয়ে মারামারি হয়েছে বলে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) লাদাখে চীন ও ভারতের মধ্যে যে সংঘর্ষ বাধে, সেটি গত ৪৫ বছরের মধ্যে সীমান্তে প্রথম মারাত্মক সংঘর্ষ। ভারতের অভিযোগ, চীন এ সংঘর্ষের সূত্রপাত করেছে। অন্যদিকে বেইজিংয়ের অভিযোগ, চীনা সেনাদের ওপর হামলা করেছে ভারতীয় সেনারা। পরে উত্তেজনা প্রশমিত করতে দুই দেশের সেনাদের মধ্যে বৈঠক হয়। ১৯৭৫ সালের পর এই প্রথম চীন ও ভারতের মধ্যে প্রাণহানির মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। ১৯৬২ সালে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please