আজ [bangla_date], [english_date]

নিহত শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দোয়া মাহফিল করেছে সহপাঠীরা ও পরিবার। দোয়া মাহফিলে পাঁচ শতাধিক ভাসমান পথ শিশু ও অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জুম্মার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া হত্যায় জড়িতদের দ্রুতবিচারের দাবিতে আজ শনিবার বিকালে রাজধানীর পান্থপথে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সহপাঠীরা। নিহতের সহপাঠী নেহা জামান জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ধানমন্ডির ১২/এ তাকওয়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ধানমন্ডির বিভিন্ন এলাকায় ভাসমান পথ শিশু, রিকশাচালক ও অসহায়দের মাঝে খিচুরি বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ৬৩/৪, পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টের দোতালার ডি-২ ফ্ল্যাটে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যান মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’লেভেলের এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন মেয়েটির বাবা। পরে পুলিশ হুমায়িদ মিল্কি, আলভী মাহবুবসহ তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তিন বন্ধুকে ছেড়ে দিয়ে দিহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দিহান। বর্তমানে দিহান কারাগারে রয়েছে। দিহানদের বাসার নিরাপত্তা প্রহরী দুলাল হোসেন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page