আজ [bangla_date], [english_date]

নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে ২ জনেক জরিমানা করা হয়েছে। ১০ জুন বিকাল ৪ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত উপজেলার খানপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। জানাযায়, উপজেলার খানপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের খবর ছিল। খবরের সুত্র ধরে, সেখানে উপস্থিত হয়ে পুকুরে জাল ফেলে আনুমানিক ৬ মন পিরানহা মাছ জব্দ করা হয়। পিরানহা মাছ চাষ করার অপরাধে উপজেলার কাশিয়াবালা গ্রামের গৌতম চন্দ্র, নিখিল চন্দ্রকে জরিমানা করা হয়। উক্ত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মাসুদ সরকার ও খানপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সহযোগিতা করেন। পরে, জব্দকৃত মাছ ৫ টি এতিমখানা ও উপস্থিত গরীব লোকজনের মাঝে বিলি করা হয়।
এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা বলেন, নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মৎস্য রক্ষা আইন মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয় টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৬ মন পিরানহা মাছ জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৪ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে ১৫০০ টাকা জরিমানা করেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page