আজ [bangla_date], [english_date]

নির্বাচিত ৫ জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :  বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ফেনীতে নির্বাচিত ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। নির্বাচিত জয়িতারা হলেন: অর্থনীতিতে সফল ফেনী পৌর প্যানেল মেয়র মঞ্জুরাণী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফল মমতাজ বেগম, সফল জননী নারী কামরুন নাহার, নির্যাতিত হয়েও ঘুরে দাঁড়ানো নারী আলেয়া বেগম সমাজ উন্নয়নে সফল নারী রোকেয়া বেগম। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।

এমপি নিজাম হাজারী বলেন, পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অবস্থানে নিজেদের প্রতিষ্ঠা করা নারীর জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী। সরকার সকল ক্ষেত্রেই নারীদের প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেরণায় নারীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের নানা ক্ষেত্রেই ভূমিকা রাখছে। মহিলা অধিদপ্তর ফেনীর উপপরিচালক নাসরিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম, নির্বাচিত জয়ীতা কামরুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর ফেনী।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please