আজ [bangla_date], [english_date]

নভেম্বরের শেষ সপ্তাহে এসএসসি’র রেজাল্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :  এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি আজ দিকদর্শনকে জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে সম্ভাব্য তারিখ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যে কোন একদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২। তিনি আরো জানান, ফলাফল চূড়ান্ত করতে বোর্ডগুলোতে কাজ চলমান রয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please