আজ [bangla_date], [english_date]

নতুন আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে উচ্চ ফলনশীল চিকন জাতের আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ (বীজ ধান উৎপাদন হবে) চাষে ব্যস্তসময় পারকছে ফরিদপুর বিএডিসি তাম্বুলখানা বীজ উৎপাদন কারী খামারের চাষিরা। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে ফলন ভালো আশা তাদের। আর বিএডিসি’র কর্মকর্তা জানালের এখানকার উৎপাদিত বীজ স্থানীয় চাহিদ পুরন করে, দেশের বিভিন্ন জেলার চাষিদের চাহিদা পুরন করে থাকে। চলতি মৌসুমে উৎপাদিত হবে একশত টন উচ্চ ফলনশীল ধান বীজ। চলতি মৌসুমে দু’দফা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উচ্চ ফলনশীল চিকন জাতের আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ রোপনে ব্যস্তসময় পার করছেন ফরিদপুর তাম্বুল খানা বীজ উৎপাদন খামারের চুক্তিবন্ধ চাষিরা। তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে গিয়ে দেখা যায়, চাষিদের কেউ জমি তৈরি করছেন, কেউ জমির আগাছা পরিস্কার করছেন, কেউ বীজ তলা থেকে চারা তুলছেন এবং দলবেঁধে ধানে চারা রোপন করছেন। চাষিদের পাশা পাশি কৃষানীরাও তাদের সহযোগিতা করছেন ক্ষেতের আগাছা বাছাই ও বীজ তলা থেকে চারা তোলার কাজে। কোন প্রকার প্রাকৃতিক বিপর্যায় না এলে ভালো ফলন আশা তাদের। সময় কম লাগায় ও অন্য ধানের চেয়ে বেশি ফলন হওয়ায় চাষিদের মধ্যে চিকন জাতের নতুন আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ চাষে আগ্রহ বাড়ছে। চাষিরা বলেন, নতুন জাতের ধান রোপন করছি। আশা করছি ভালো ফলন হবে। আমাদের উৎপাদিত বীজ নিয়ে অন্য চাষিরা উপকৃত হবে। অন্য ধান বীজের চেয়ে ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ এর চাহিদা ও দাম বেশী থাকায় আমরা অধিক লাভবান হবো। তবে সরকার যদি সার ও ওষুধের দাম কমায়, তাহলে আমরা আরো লাভবান হতে পারব। ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ জাতের চিকন ধান প্রতি ৩৩ শতাংশ জমিতে ২৭-৩০মন পর্যন্ত ফলন হয়। এ ধানের জীবন কাল ১২৭দিন। নির্ধাতির সময়ে ধান কাঁটার পর সরিষা, মুসুর ও ছোলাসহ বিভিন্ন ডালজাতীয় ফসল আবাদ করা যায়। এসব ফসল তুলে আবার বোর ধান চাষ করা যায় সহজে। ফলে একই জমিতে অধিক ফসলা উৎপাদন করা যায়। ফরিদপুর বিএডিসি’র তাম্বুলখানা বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খান বলেন, এক ইঞ্চি জমিও ফাকা রাখা যাবেনা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী কৃষিমন্ত্রী মহোদয় ও বিএডিসি’র চেয়ারম্যান সারের নির্দেশ কমে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা রোপা আমন (ধানের বীজ উৎপাদনের জন্য) ধান রোপনের কার্যক্রম শুরু করেছি। চলতি মৌসুমে এই খামার থেকে একশত টন বীজ উৎপাদন হবে। এ উৎপাদিত বীজ ফরিদপুর অঞ্চলের চাষিদের চাহিদা পুরন করে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পুরন করবে। বিএডিসির উৎপাদিত বীজ অন্য বিজের চেয়ে গুনগত মান ভালো হওয়ায় ২৫% ফলন বেশী হয়। একারনে চাষিরা এই বীজ চাষ করে অধিক লাভবান হয়। ব্রি ধান ৮৭ ও ব্রি ধান ৭৫ নতুন জাত। এধানে বৈশিষ্ট হলো এটা সুগন্ধী ও রপ্তানি যোগ্য।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page