আজ [bangla_date], [english_date]

ধুমপান হুমকির মুখে ফেলে অসংখ্য শিশুর জীবন-আরিফ

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বাড্ডায়  ‘ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ ঢাকা মহানগর উত্তর কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত (২২ অক্টোবর) ওই আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহলে দেশের শিশু মুখপাত্র হিসেবে স্বীকৃতি পাওয়া তরুন আরিফ রহমান শিবলী । ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক প্রাপ্ত ও কিডস মিডিয়া’র কর্ণধার এই বাংলাদেশী তরুণ তার বক্তব্যে বলেন,ধুমপান না করে সেই টাকা নিজের ও সন্তানের ভবিষ্যতের জন্য জমা রাখুন। ধুমপান শুধু ব্যাক্তি নয়, ধ্বংস করে তার পাশে অবস্থান থাকা শিশুদেরও জীবন। ধুমপান শিশুদের ভবিষ্যৎ হুমকি ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই কারনে সব ধরনের মাদকের বিরুদ্ধে আমি একমত জানাতেই অংশ নিয়েছি “ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির” আমন্ত্রনে। শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করে সম্প্রতি জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পাওয়া আরিফ তার দেওয়া বক্তব্যে আরও বলেন, সিগারেট ও মাদকের পিছনে অর্থ ব্যয় না করে সেই টাকা দিয়ে৷ ডিম, কলা খান যেটা শরীর ভালো রাখবে। কানাডিয়ান এমপিদের প্রশংসা পাওয়া এই বাংলাদেশী তরুণ তার বক্তব্যে শেষ অংশে বলেন, নিজ ক্যারিয়ারের ১৪ বছর শেষ কিন্তু সিগারেট জীবনেও একটিও খাননি এমনকি অন্যকেও কিনে খাওয়াননি। ক্যারিয়ার ধ্বংস করতে সিগারেট ও মাদক সবচেয়ে ভুমিকা পালন করে তার জন্য সব সময় দূরে থেকেছি বলেও আগত দর্শকদের সামনে তার বক্তব্যে তুলে ধরেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ৪ অধিনায়ক ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক । আয়োজনের শেষ অংশে দেশের শিশু মুখপাত্র হাতে সম্মাননা তুলে দেন ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের গর্বিত ও জনপ্রিয় অফিসার  শফিকুল ইসলাম ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page