আজ [bangla_date], [english_date]

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

দেশে ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে। শনিবার সকালে মানিকগঞ্জে হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হতে যাচ্ছে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট। শিগগিরিই এই ইউনিটের উদ্বোধন হবে।

নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট চালু করতে এরইমধ্যে সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন শুধু বাকী রয়েছে এই ইউনিটের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগ। দ্রুত সময়ের মধ্যে সেটাও সম্পন্ন হবে। এরইমধ্যে হাসপাতালে এমআরআই মেশিন স্থাপন করা হয়েছে। নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিটের পাশাপাশি এমআরআই ইউনিটও উদ্বোধন করা হবে।

জাহিদ মালেক আরো বলেন, হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়রিয়া ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন তৈরি এবং চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শুন্য পদগুলোহ দ্রুত পূরণ করা হবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page