আজ [bangla_date], [english_date]

দেশে এক লাফে ৭ গুণ বাড়ল করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০ জনে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২২ হাজার ৬৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন।

এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। এর আগে, বুধবার (২৯ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা যান। এ সময়ে নতুন করে আরও ৪৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১ হাজার ৭৭৭ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ২৭২ জনের। ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৭ হাজার ৮৩১ জন। মারা গেছেন আরও ৬ হাজার ৫৬৪ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি  ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪৭ হাজার ৭০৯ জন। এদিকে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন সংক্রমিত হয়েছেন।

মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৮৭০ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৫৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৯ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৭১ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২২ জন। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page