আজ [bangla_date], [english_date]

দীর্ঘ সময় লড়াই করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক সংবাদ : করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় পৃথিবীর মানুষকে লড়াই করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি মন্তব্য করেছেন, এই রোগটি ‘দীর্ঘ সময় আমাদের সাথে থাকবে।’ আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য অ্যামেরিকা এবং দক্ষিণ অ্যামেরিকায় কোভিড-১৯ রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্কও করেছেন তিনি। তিনি সতর্ক করেছেন, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বকে সঠিক সময়ই এই মহামারি সম্পর্কে অবগত করতে পেরেছে বলে মনে করেন তিনি। জেনেভায় দৈনিক সংবাদ সম্মেলনের সময় তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ঠিক সময়েই জরুরি অবস্থা ঘোষণা করেছিলাম। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে এবং ১১ মার্চ মহামারি ঘোষণা করা হয়। তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দেয়ার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেয়া পদক্ষেপগুলোকে অনেক দেশের সরকার সাধুবাদ জানালেও অনেকেই তাদের সমালোচনাও করেছে – বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  যা বলছে
টেড্রোস ঘেব্রেয়েসাস মন্তব্য করেছেন যে পশ্চিম ইউরোপসহ বেশকিছু অঞ্চলে ভাইরাস প্রাদুর্ভাব স্থিতিশীল হলেও, অর্থাৎ সংক্রমণের হার পড়তির দিকে হলেও অনেক দেশেই সংক্রমণ মাত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে। তিনি বলেন শুরুর দিকে যেসব দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছিল, সেসব দেশের কয়েকটিতে এখন নতুন করে রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের অনেক দূর যেতে হবে, এই ভাইরাস দীর্ঘসময় থাকবে আমাদের সাথে। তিনি বলেন, ‘ঘরে থাকার আদেশ এবং শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য নেয়া পদক্ষেপের কারণেই সংক্রমণের হার কমে গেছে। কিন্তু ভাইরাস এই এখনো যথেষ্ট ভয়াবহ। শুরুর দিকে পাওয়া প্রমাণের ভিত্তিতে বলা যায় যে বিশ্বের অধিকাংশ মানুষই ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ মহামারি আবারো ভয়াবহ রূপ নিতে পারে। এখন কোনো পদক্ষেপে সন্তুষ্টি অর্জন করাটাই সবচেয়ে বড় ঝুঁকি হবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please