আজ [bangla_date], [english_date]

দালালের মাধ্যমে অবৈধভাবে কেউ বিদেশে যাবেন না : প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডেস্ক সংবাদ : শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সিলেট জেলা পুলিশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এজন্য দরিদ্র জনগোষ্ঠী দালালের মাধ্যমে অবৈধভাবে যাতে বিদেশ পাড়ি দিতে না পারেন তা প্রতিহত করতে হবে। এসময় দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশের সঙ্গে পুলিশের ভালো সংযোগ এবং সম্পর্ক এটা আইনশৃঙ্খলা রক্ষায় অনেক কার্যকরী ভূমিকা রাখে। কমিউনিটি পুলিশিংদের সম্মানের সঙ্গে ব্যবহার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা উল্লেখ করে মন্ত্রী কমিউনিটি পুলিশকে আপন করে নিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, প্রবাসে অনেকেই দালালদের মাধ্যমে গিয়ে বিপদে পড়েন। সেজন্য আমাদেরকে সর্তক থাকতে হবে। দালালদের অপতৎপরতা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। তবে সর্তক থাকতে হবে। অনেক গরীব লোক আছেন যারা দালালদের খপ্পরে পড়ে প্রতারণা শিকার হয়ে নিঃস্ব হয়েছেন। সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এ জেড মৌলা চৌধুরী প্রমুখ। এর আগে এদিন সকাল ১০টায় সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার পর্যটন-খাতকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট-তামাবিল-জাফলং সড়কে এবার এসি বাস চলাচল করবে। আগামীতে আরও উন্নত ধরণের বাস পর্যটকদের জন্য আনা হবে। এসি বাসের এই পথচলা পর্যটকদের আকৃষ্ট করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page