আজ [bangla_date], [english_date]

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি সহিংসতায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোটের ফলাফল দেয়াকে কেন্দ্র করে উত্তেজিত ঘটনা মোকাবেলায় পুলিশের গুলিতে হামিদুল ইসলাম(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার সন্ধ্যার পর সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। নিহত হামিদুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের তছির উদ্দিনের ছেলে।

আহত একজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, সন্ধ্যায় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে দ্বন্দ বাধে। এসময় একটি পক্ষ পুলিশের উপর চাড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে গুলি চালায়। এসময় পুলিশের গুলিতে হামিদুর ইসলাম নামে স্থানীয় এক বৃদ্ধ নিহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান পুলিশ।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, মেম্বার প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। তখন প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি ছোড়লে একজন মারা যান। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, চতুর্থ ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page