আজ [bangla_date], [english_date]

ট্রাক্টর ভর্তি ১৮০ বস্তা গম উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় কাঁকড়া ট্রাক্টর ভর্তি সরকারি সিল সম্বলিত ১৮০ বস্তা (চটের) গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। জানাগেছে, পোরশা উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা গোপন সূত্রে জানতে পারেন, খাদ্য অধিদপ্তরের সিল ও নিতপুর খাদ্য গুদামের সিল সম্বলিত ১৮০বস্তা গম নিতপুর খাদ্য গুদামে ঢোকানোর জন্য নিতপুর পূর্ব দিয়াড়াপাড়ার লিয়াকতের ছেলে নাসির উদ্দিনের বাড়ির সামনে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তিনি রোববার রাত ১০টায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ির পাশে রশিদ গোয়ালের বাড়ির সামনে থেকে তিনি একটি ট্রাক্টর ভর্তি ১৮০ বস্তা গম উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি। ইউএনও নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় গমের বস্তা গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনি নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং খাদ্য গুদামের সব কিছু ঠিক আছে বলে জানান। আটককৃত গম সহ ট্রাক্টর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি’কে থানায় নিয়মিত মালার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please