আজ [bangla_date], [english_date]

ট্রলারের চালক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি : আজ রোববার সকাল ছয়টার দিকে  নেত্রকোনার মদন পৌর শহরে দৌলতপুর কালীবাড়ি মগড়া নদীর  সেতুর সঙ্গে ট্রলারের ধাক্কায় ছিটকে পানিতে পড়ে ওই ট্রলারের চালক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ট্রলার চালকের নাম মো. আমিনুর রহমান (২৮)। তিনি মদন পৌর শহরের মনোহরপুর এলাকার মৃত শফর উদ্দিনের ছেলে।এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুর রহমান নিজস্ব বাল্কহেড ট্রলার (ইঞ্জিনচালিত বড় স্টিলের নৌকা) দিয়ে বালু পরিবহণ করে থাকেন। অন্য দিনের মতো আজ সকালে বালু আনতে নিজ বাড়ি মনোহরপুর থেকে ফতেপুরের উদ্দ্যেশে রওনা হন। যাওয়ার পথে মগড়া নদীর ওপর নির্মিত দৌলতপুর কালীবাড়ি সেতুতে পৌঁছালে সেতুর সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে আমিনুর ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে মদন উপজেলা ফায়ার স্টেশনে খবর দেন।মদন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আহমেদুল কবির জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মদনের মাখনা এলাকায় ধলাই নদীতে ট্রলার থেকে পড়ে সাত বছরের এক শিশুও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে আজ ভোরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসেছে। নিখোঁজ ট্রলারচালক আমিনুরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ ওই শিশু ও ট্রলারচালককে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page