আজ [bangla_date], [english_date]

টুইটারের প্রকাশিত পোস্ট মুছতে আবেদনের নতুন রেকর্ড

ডেস্ক সংবাদ : বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্ট মুছে ফেলতে সরকারগুলো আবেদন জানাতে পারে। আল-জাজিরার খবরে জানানো হয়েছে, সবথেকে বেশি টুইট ডিলিটের আবেদন করেছে জাপান। এরপরই রয়েছে রাশিয়া, তুরস্ক, ভারত ও দক্ষিণ কোরিয়া।

টুইটার জানিয়েছে, গত বছরের প্রথম অংশে এই আবেদনের সংখ্যা নতুন রেকর্ড করেছে। এরমধ্যে ৯৫ শতাংশ আবেদনই এসেছে ৫টি দেশ থেকে। মঙ্গলবার টুইটার জানিয়েছে, ছয় মাসের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৮৭৮ একাউন্ট থেকে প্রকাশিত পোস্ট মুছতে ৪৩ হাজারেরও বেশি আবেদন এসেছে। এটিই নির্দিষ্ট সময়কালের মধ্যে এ জাতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। ২০১২ সাল থেকে এ রিপোর্ট প্রকাশ করে আসছে টুইটার।

এ নিয়ে টুইটারের কর্মকর্তা সিনেড ম্যাকসুইনি বলেন, আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিশ্বজুড়ে সরকারগুলো টুইটারের পোস্ট মুছে ফেলতে প্রচুর আবেদন করছে। এটি মানুষের ব্যাক্তিগত গোপনীয়তা এবং বাক-স্বাধীনতার জন্য হুমকি। এটি একটি উদ্বেগজনক পরিবর্তন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page