আজ [bangla_date], [english_date]

টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

নিজেস্ব প্রতিনিধি : জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। করোনাভাইরাসের কারণে মার্চের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশে অঘোষিত লকডাউন শুরু হয়। জুনের শুরুতে সীমিত আকারে সরকার অনেক কিছু খুলে দিলেও মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিস খোলা হয়নি। এমনকি মিরপুর ‘রেড জোনে’ পড়ার কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনেরও অনুমতি দেয়নি বিসিবি। করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে টাইগারদের। মঙ্গলবার স্থগিত হয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। আজ স্থগিত হল শ্রীলঙ্কা সফর। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে করোনাভাইরাসের বিপর্যয়ের কথা চিন্তা করে স্থগিত করা হয়েছে বাংলাদেশের লঙ্কান সফর। নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বিসিবি ও এসএলসি সিরিজটি আয়োজন করবে। করোনাভাইরাসের কারণে এ নিয়ে পঞ্চম সিরিজ স্থগিত করলো বাংলাদেশ। এপ্রিলে পাকিস্তানের করাচিতে গিয়ে টেস্ট খেলার সূচি নির্ধারিত ছিল বাংলাদেশের। এরপর মে মাসে ছিল বাংলাদেশ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফর। যেটাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। এরপর জুনে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল বাংলাদেশের হোম সিরিজ। আগস্ট-সেপ্টেম্বরে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। সর্বশেষ জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ স্থগিত হলো বাংলাদেশের। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘সবদিক বিবেচনা করেই শ্রীলঙ্কান বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে। আমরাও তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আয়োজক দেশ হিসেবে তাদেরই এ সিদ্ধান্ত জানানোর কথা। জুলাইতে সফরটি না হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। শুধু লঙ্কানদের বেলাতেই নয়, যেসব সিরিজ স্থগিত হয়েছে, সবগুলোই সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page