আজ [bangla_date], [english_date]

ঝুড়ি ও প্রেশার কুকারে মিললো ৫০ লাখ টাকার মুল্যের হেরোইন

মোঃ জাফর : রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ক্যুরিয়ার সার্ভিসে আম এর ঝুড়ি ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা ৫০ লাখ টাকা মুল্যের আধা কেজি হেরোইন সহ ২ (দুই) জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে নয় টায় এই দম্পতিকে আটক করা হয়। আটকরা হলেন, হাবিবুর রহমান বাবু (২৯), দিলরুবা দিপা (২৭)। র‌্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপণ সংবাদের ভিত্তিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান পরিচালনা করে ক্যুরিয়ার সার্ভিসে আম ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা প্রায় ৫০ লাখ টাকা মুল্যের আধা কেজি হেরোইন সহ দুই জনকে আটক করা হয়। তারা উভয়েই স্বামী স্ত্রী। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ ক্যুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছে। আসামিদের সম্পর্কে যাচাই-বাছাই কালে জানা যায়, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী ও স্ত্রী শাড়ী ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। ক্যুরিয়ারে প্রতি মাসে তিন থেকে চারটি করে চালান আসে যাতে ৫০ লাখ থেকে দুই কোটি টাকার হেরোইন এসে থাকে। আসামিদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please