আজ [bangla_date], [english_date]

জামালপুরে করোনা রোগি শনাক্ত, আতঙ্কে জেলাবাসি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা ঢাকা ফেরত প্লাস্টিক কারখানার কর্মরত এক যুবকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। গত ৫ এপ্রিল সন্ধ্যা রাতে ময়মনসিংহের করোনা পরীক্ষাগার রির্পোটের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাযায় জামালপুর জেলায় মোট ১৬ জন রোগীর নমুনা পরীক্ষা করে এই প্রথম একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জামালপুরে করোনার আক্রান্তের খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতোদিন এ জেলায় করোনা ভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় কিছুটা স্বস্তিতে ছিল জেলার মানুষ। কিন্তু প্রথম করোনা রোগি শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন জেলাবাসি। করোনা শনাক্তের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝাউগড়া ইউনিয়নসহ মধ্যেরচর এলাকার সাথে থাকা তিনবন্ধুর বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জানাযায়,জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বীর ঘোষের পাড়া, এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সী অবিবাহিত এক যুবক ঢাকার বনানীর হরাইজন ক্লাসিক নামে একটি প্লস্টিক কারখানায় কর্মরত ছিল। তিনি ঢাকা বিমান বন্দর আশকোনায় তিন বন্ধুর সাথে থাকতেন। সে গত ২৬মার্চ ছুটিতে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসেন। বাড়ি এসে অবাধে ঘোরাফেরা এবং লোকজনের সাথে উঠাবসা করতেন। এক সপ্তাহ পেরোলে তার শরীরে প্রচন্ড জ্বর,কাঁশি গলাব্যথাসহ করোনা উপসর্গ দেখা দিলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানতে পারে। স্বাস্থ্য বিভাগের লোকজন গত ৪ এপ্রিল শনিবার তার বাড়িতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠায়। গত ৫ এপ্রিল রোববার সন্ধ্যা রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব কর্তৃপক্ষের পজেটিভ রির্পোটের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারি সিভিল সার্জন ডাঃ একেএম শফিকুুজ্জামান। এ রির্পোট পেয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ একে এম শফিকুজ্জামান,মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফজলুল হক তারা একটি অ্যাম্বুলেন্সসহ, পুলিশ ফোস সাথে নিয়ে করোনা আক্রান্ত রোগী বাড়ি থেকে নিয়ে এসে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে॥

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page