আজ [bangla_date], [english_date]

চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি : শনিবার (২১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গণে ‘আখচাষি বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল’ এ স্লোগানে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আখচাষি ও করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর আয়োজন করে। সমাবেশে মৌচিক আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শ্রমিক নেতারা। এ সময় বক্তারা চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত কোনো মিলে বয়লার স্লো-ফায়ারিং করা যাবে নাসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়। পরে মিল চত্বরে আখচাষি ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page